Monday, September 15, 2025
Homeবিনোদনবিয়ে করবেন বলেই কি কন্ডোমের বিজ্ঞাপন থেকে সরে গিয়েছিলেন রণবীর?

বিয়ে করবেন বলেই কি কন্ডোমের বিজ্ঞাপন থেকে সরে গিয়েছিলেন রণবীর?

সম্প্রতি রণবীর সিংহের ফটোশ্যুট নিয়ে প্রশংসা ও সমালোচনায় ব্যস্ত নেটাগরিকরা। উপর থেকে নীচ, নীল রঙে মোড়া রণবীর। গলায় ঝুলছে ভারী সোনার হার। লম্বা চুল কানের দু’পাশ দিয়ে নেমে এসেছে বুক পর্যন্ত। চোখে কালো চশমা

মিম শিল্প ফের ফুলে ফেঁপে উঠেছে রণবীরের সৌজন্যে। দেশের নামী বিপণন সংস্থার হয়ে এই ফটোশ্যুট করেছেন তিনি।

রণবীর-দীপিকা।

এমনই সময়ে তাঁর জীবনের একটি পুরনো তথ্য ফের উঠে এল সামনে। ২০১৯ সালে এক জাতীয় সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছিল, ২০১৪ সাল থেকে তিনি যে কন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তা ছেড়ে দেওয়া পিছনে তাঁর স্ত্রী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোণের যোগ রয়েছে।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, রণবীর তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার ফলে অভিনেতার সঙ্গে আর কাজ করা যায়নি। কিন্তু একইসঙ্গে বলা হয়েছিল, বিয়ে করবেন বলেই নাকি রণবীর কন্ডোমের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। দুটি ঘটনাই সেই সিদ্ধান্তের কারণ নাকি যে কোনও একটি? জানা যায়নি আজও। সূত্রঃ আনন্দবাজার অনলাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments