Tuesday, September 16, 2025
Homeজাতীয়অপরাধরাজধানীতে ছাত্রলীগের দুই নেতা ফিল্মি স্টাইলে পেটালো প্রতিবন্ধী যুবককে

রাজধানীতে ছাত্রলীগের দুই নেতা ফিল্মি স্টাইলে পেটালো প্রতিবন্ধী যুবককে

রাজধানীর চানখারপুল মোড়ে মদ্যপ অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবন্ধী যুবকটির পায়ে মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার প্রতিবাদ করাই ছিল তার অপরাধ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয় জনতার চাপে ওই দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন- আক্তারুল করিম রুবেল ও মো. পলক হাসান। রুবেল জিয়া হলের উপ-দপ্তর সম্পাদক ও বাংলা বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র। অন্যজন মো. পলক হাসান। সে লেদার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী নাজিম নামের একজন বলেন, এই যুবকের বড় ভাইয়ের নাম সোহেল। চানখারপুল নিমতলীর স্থানীয় বাসিন্দা। ছোটবেলা থেকেই মারধরের শিকার ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী। ঢাবি ছাত্ররা নির্মমভাবে তাকে মেরেছে। তাদের নিবৃত্ত করতে বংশাল থানা পুলিশকেও অনেক বেগ পেতে হয়েছে।

ঘটনাস্থলে থাকা বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের নিবৃত্ত করছি। তাদের মুখ থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। ঘটনাস্থল শাহবাগ থানার হওয়ায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদারকে কয়েকদফা ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। সূত্রঃ বা’প্রতিদিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments