Monday, September 15, 2025
Homeজাতীয়দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ নিয়েছিঃ প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ নিয়েছিঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকে যেন ভ্যাকসিন দিতে পারে সেভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা চাই কেউ যেন বাদ না পরে।

রবিবার (১৮ জুলাই) সকালে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর, এপিএ ও এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এখন সেই দেশেকে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে গেছি। আমরা এসডিজি ও এমডিজি বাস্তবায়ন করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রতিবছর বাজেট বাড়ানোর চেষ্টা করি। এবারও তা চেষ্টা করেছি। তবে আমাদের মনে রাখতে হবে আমরা শ্রমজীবী ও কৃষকদের ঘামের কারণেই নিজেদের খাদ্যের যোগান পাই। তাদের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। ছোটবেলায় রিক্সাচালকদের আপনি বলতে শিখিয়েছেন বাবা-মা। কাজের লোককে চাকর বলা যেতো না। আমরা সেভাবেই সম্মান দিয়েছি সব শ্রেণির মানুষকে। আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের কাছে আমরা সম্মানজনক জায়গায় এসে পৌঁছেছি। আগে বাইরের দেশগুলো অবহেলা করতো। বাংলাদেশকে দুর্ভিক্ষের দেশ বলতো। এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেতে পেরেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গঠন করা। সে স্বপনকে আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments