আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম নগরী হেরাতও দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। বৃহস্পতিবার গজনি দখলের কয়েক ঘণ্টার মধ্য হেরাতও চলে যায় তাদের নিয়ন্ত্রণে। এ নিয়ে আফগানিস্তানের ১১টি প্রাদেশিক রাজধানী তালেবানের হাতে চলে এলো।
আলজাজিরার চারলট বেলিস রাজধানী কাবুল থেকে জানান, হেরাত জয় তালেবানের জন্য বিরাট এক সাফল্য এবং আফগান সরকারের জন্য বড় ধরনের বিপর্যয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বড় ধরনের অভিযান চালায় তালেবান। তারা তারা আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিশাল এলাকা দখল করে নেয়।
বেলিস বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহারে লড়াই চলছে। এছাড়া বাদঘিশ প্রদেশেও যুদ্ধ চলছে বলে খবর পাওয়া গেছে।
জনগণ স্বাগতও জানাচ্ছে তালেবানকে। এদিকে তালেবান মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, বড় বড় নগরী দ্রুততার সাথে পতন ঘটনা বোঝা যাচ্ছে যে আফগানরা তাদেরকে স্বাগত জানাচ্ছে।
তবে তিনি আল জাজিরা টেলিভিশনকে বলেন, আমরা রাজনৈতিক পথ ত্যাগ করিনি।
এদিকে সরকারি সূত্র জানিয়েছে, আফগান সরকার ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে তালেবানের কাছে।
সূত্র : আল জাজিরা