Monday, September 15, 2025
Homeজাতীয়ঢাবি অধ্যাপক নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্রলীগের

ঢাবি অধ্যাপক নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্রলীগের

আফগান ইস্যুতে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ছাত্রলীগ।

বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এ আবেদন করা হয়। বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহীন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূদ হাওলাদার বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একটি দল ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগপত্র সাইবার অপরাধ বিভাগে হস্তান্তর করা হবে। সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শেষে এ নিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।’

প্রসঙ্গত, তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।

এই ঘটনায় বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments