পুলিশের সাথে সংঘর্ষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রসহ ৯৪ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার করা এ মামলায় একাধিক ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে কোতয়ালী থানার ওসি নূরুল ইসলাম জানিয়েছেন।
আগের রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশের সাথে এ সংঘর্ষ বাধে। এতে ‘মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে’ পথরোধ করে সরকারি কাজে বাধা প্রদান করাসহ ‘হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুলিবর্ষণের’ অভিযোগে মামলাটি করেছেন কোতয়ালী মডেল থানার এসআই শাহজালাল মল্লিক।
মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বাদী হয়ে করা অপর মামলায়ও মেয়রকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ আটক ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।