চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।
নিহত মনিরুল ইসলাম (৪২) হাকিমপুর গ্রামের আছের আলীর ছেলে বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান্।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বরিয়ে যান মনিরুল।
“এর কিছুক্ষণ পর বাড়ির পেছন থেকে একটি শব্দ শুনে তার স্ত্রী ও সন্তানরা সেখানে ছুটে যায় এবং তারা সেখানে মনিরুলকে পড়ে থাকতে দেখেন।”
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মনিরুলের স্ত্রী নাসিমা বেগমের বলেন, “মনিরুল দিনমজুরের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এর আগেও সে গ্রামের বেশ কয়েকজনকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে।
সেই শত্রুতার জেরে এর আগেও তাকে কুপিয়ে আহতও করা হয়েছিল। এ ঘটনার পর মনিরুলের নিরাপত্তার জন্য আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরিও তারা করেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “নিহতের শরীরে গুরত্বর আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।”