Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এসএম মো. তৌফিকুল্লাহ (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মা নাজমা বেগমও (৫৫) গুরুতর আহত হন।

শুক্রবার (২০আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর রানীরহাটমোড় নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত এসএম মো. তৌফিকুল্লাহ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিষা ভিটারচর গ্রামের এসএম সানাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

এদিকে একইদিন বেলা দেড়টার দিকে পৌরশহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে ভটভটির চাপায় গুরুতর আহত হন কিশোর ইমরান হোসেন (১৩)। আহত ইমরান শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইমরান হোসেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের রুবেল আহম্মেদের ছেলে।

দুর্ঘটনার পরপরই ধাওয়া করে ভটভটিসহ চালক ফারুক হোসেনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আটক ফারুক হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments