Sunday, September 14, 2025
Homeঢাকাফরিদপুরফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু, শণাক্ত ৪৮ জন

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু, শণাক্ত ৪৮ জন

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজন শনাক্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের খলিলুর রহমান (৮০) ও নিজামউদ্দিন (৯০)।

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪২।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের মাধ্যমে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অ্যান্টিজেন পদ্ধতিতে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৪ জনের। পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ৪৪ জনের মধ্যে আলফাডাঙ্গায় ২ জন, ভাঙ্গায় ১, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৮, মধুখালীতে ১৩ এবং ফরিদপুর সদরে ১৮ জন বাসিন্দা আছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ১২৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৯১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments