নরসিংদীর পারভেজ হোসেনকে লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চৌধুরী।
গতবছর ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়েছে। এ মামলায় পারভেজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে গতবছর ৩ ডিসেম্বর জামিন দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।