Sunday, September 14, 2025
Homeসারাদেশবরিশালবরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে উপসর্গ নিয়ে তিন জন এবং করোনা আক্রান্ত হয়ে বাকি তিন জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৭ জন। এ পর্যন্ত এই জেলায় ১৭ হাজার ৬৭৭ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২১৫ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৪ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭২ জন।

ভোলায় নতুন ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৯৭ জন। ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭৮ জন।

পিরোজপুরে নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬১৩ জন।

বরগুনায় নতুন ১২ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৫ জন।

ঝালকাঠিতে নতুন ১২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১১২ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ, ৮১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments