Monday, September 15, 2025
Homeজাতীয়সচেতন-প্রতিবাদীদের স্তব্ধ করতে আ'লীগ গুম সংস্কৃতি চালু করেঃ ফখরুল

সচেতন-প্রতিবাদীদের স্তব্ধ করতে আ’লীগ গুম সংস্কৃতি চালু করেঃ ফখরুল

‘যারা একটু সচেতন প্রতিবাদী তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যখনই আন্দোলন করে তখনই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে দেওয়া হয়।’ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুমের সংস্কৃতি চালু হয়েছে। তিনি  গুমের সংস্কৃতি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করার আহ্বান জানান।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ কেমন দেশ কেমন রাষ্ট্র কেমন সরকার আমরা বানালাম যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে। যাদেরকে হদিস খুঁজে পাওয়া যাবে না এবং আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে সরকার তার কোন জবাব দিবে না।

তিনি বলেন, গুম শব্দটি বাংলাদেশের মানুষ কাছে পরিচিত ছিল না। এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতা দখলের পর থেকে এই গুম কথাটি চালু হয়েছে। প্রশাসনের বাহিনী দিয়ে তুলে নিয়ে করে গুম। সরকারের কাছে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকটে গেলে তারা বলেন আমরা কিছুই জানিনা।

তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম একটি মানবতার সমজ গঠন করতে সক্ষম হবো। গণতন্ত্রের পক্ষের একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। মানুষের অধিকার গুলো প্রতিষ্ঠিত হবে। সেই অধিকার গুলো কে আজকে অবৈধ সরকার শক্তি প্রয়োগ করে। তারা বুলেট এবং পিস্তল দিয়ে মানুষের মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। আজকে ঘুম হওয়া পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? আট থেকে দশ বছর ধরে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, আজকে ৮-৯ বছর ধরে আমাদের পাশের অধিক নেতাকর্মী গুম হয়ে গেছে। ঘুম হওয়া ইলিয়াস আলীর মেয়ে এখনতো দরজার দিকে তাকিয়ে থাকে কখনও তার বাবা ফিরে আসবে। তার বাবা ফিরে আসে না। এই যে ছোট ছোট বাচ্চাদের আহাজারি আপনারা শুনলেন আমরা তো আমাদের চোখের পানি ধরে রাখতে পারিনা। অসহায়ত্বের একটি বেদনা যন্ত্রণা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। আমরা এখান থেকে মুক্তি চাই। আমরা অবশ্যই আমাদের এই মানুষগুলোকে ফিরে পেতে চাই। পরিবারের তাদের যেন ফিরে পেতে পারে।

তিনি বলেন, সরকারকে বারবার আমরা আহ্বান করেছি। তারা গেলো কোথায় খুঁজে বের করার দায়িত্বতো আপনাদের। পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দিন। তাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।

মির্জা ফখরুল বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে অবৈধভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক অধিকার গুলো কে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। গোটা প্রশাসনকে দলীয়করণ করেছে। আজকে সেজন্য আমাদের উচিত হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রাজনৈতিকভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা সেলিনা সুলতানা নিশীতা প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments