Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধরিফাত হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

সচেতন বার্তা, ১ জুলাই:বরগুনায় রিফাত হত্যা মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বরগুনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন অলি ও টিকটক হৃদয়। অলি এজাহারভুক্ত ১১ নম্বর ও টিকটক হৃদয় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।

এর আগে চন্দন (২১), মো. হাসান (১৯), নাজমুল ৯১৮), সাগর (১৯), তানভীর (২২), কামরুল হাসান ওরফে সাইমুন (২১) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চন্দন ও হাসান এজাহারভুক্ত আসামি। অন্যদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments