Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকবেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা

সচেতন বার্তা, ৩ জুলাই:চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক এক সম্মেলনে যোগদান শেষে দেশটির রাজধানী বেইজিংয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের সহ-পররাষ্ট্র মন্ত্রী কিং গ্যাং। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেইজিংয়ের ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে। সফরকালে এখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গত ১ জুলাই চীনে যান বাংলাদেশ সরকারপ্রধান। সেদিন রাতে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে পৌঁছানোর পর মঙ্গলবার (২ জুলাই) বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯’ শীর্ষক গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments