Tuesday, September 16, 2025
Homeসম্পাদকীয়জাগ্রত হোক সুপ্ত বিবেক, সমূন্নত থাকুক মানবতা, জয় হোক বাংলার

জাগ্রত হোক সুপ্ত বিবেক, সমূন্নত থাকুক মানবতা, জয় হোক বাংলার

দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট, আমরা এপার বাংলার  সাধারণ মানুষেরা অস্থিরতায়। অনৈতিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা যেন সীমাহীন প্রায়! সময় গুলো যাচ্ছে যেন  বিভীষিকাময় , নিত্যদিনের বিভিন্ন সংবাদ মাধ্যম, পত্র-পত্রিকার পাতায়, ডিজিটাল গন-মাধ্যম গুলোর পর্দায় প্রতি মুহুর্তের সংবাদেই তা প্রকাশ্য এবং স্পষ্টঃতই দৃশ্যমান।

শিশুর হাতে প্লাকার্ডে লেখা, “স্কুলে পরিমল, মাদ্রাসায় সিরাজ, আমার বোনের নিরাপত্তা কোথায় করছে বিরাজ?” সে প্রশ্ন, প্রশ্নই  রয়ে গেছে। এরই মধ্যে রাজশাহীর বাগমারায় চল্লিশোর্ধ্ব এক হিন্দু নরপিশাচ তারই শ্রেনী কক্ষের ৫ম শ্রেনীর ছাত্রীর শ্লিলতাহানি ঘটাতে গিয়ে এখন চৌদ্দ শিকের ঘরে।

পুড়িয়ে হত্যা করা হলো মাদ্রাসাছাত্রী রাফিকে। ঘটনায়  স্বয়ং দেশের প্রধানমন্ত্রীও হয়েছেন যথেষ্ঠ উদ্বিগ্ন। সেই রেশ না কাটতেই দিনে দুপুরে বরগুনায় গেল রিফাতের প্রান। পুলিশ কর্মকর্তা সহত্তর উর্ধ বয়সী বৃদ্ধকে রিমান্ডে এনে ভিটেমাটি সহ সব লিখে নিয়ে করছে নিঃস্ব, অসহায়।

রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত নারীকে কুপিয়ে নিয়ে গেছে প্রান। নারায়নগঞ্জে স্ত্রীর সামনেই কুপিয়ে চলেছে স্বামীকে। সাংবাদিক করছে সাংঘাতিক কাজ, নিউজ পোর্টাল এর ওয়েবসাইট হ্যাক! নাসিরনগরের লবু দাস, লিটন ঘোষ এর গলা কাটা মাথা নিয়ে হাজির হয়েছেন নাসিরনগর থানায়।

ব্রাহ্মনবাড়িয়ায় ছেলে ধর্ষণের পর তার শালিকাকে করে খুন- এমন খবরে পিতার আত্মহনন। খোদ রাজধানীর যাত্রা বাড়িতে রাতের খাবারের সময় একই পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ। রংপুরে স্বামী ও দেবর এর যৌথ পরিকল্পনা ও প্রযোজনায় গৃহবধূ খুন। বরিশালে অপরাধ প্রতিরোধে নিযুক্ত বাংলাদেশ পুলিশের সদস্য নিজেই অপরাধ সংগঠিত করেন। হাবিবুর রহমান নামে এক ব্যাক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যান।

দুর্গাপুর থানার এস আই হাফিজ ২০ হাজার টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় পুত্রের সামনেই বাবাকে পিটানোর দায়ে আর আরএমপির রাজপাড়া থানার এ এস আই বেলাল হোসেন এক রিকশা চালককে ধরে এনে ৭০ হাজার টাকা আদায়ের দায়ে হন অভিযুক্ত, বরখাস্ত।

রংপুর সিটি কর্পোরেশন এর হিসাব রক্ষক আব্দুল হাকিম সাহেব হিসাব ভক্ষনের দায়ে হয়েছেন বরখাস্ত। সড়কে গন পরিবহন গুলোর দুর্ঘটনা সে তো নিত্যকার রটনা, টাকার কাছে বিক্রিত মানবতা! দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি গনও কিছুদিন আগে এই নিয়ে করেছেন ভতসনা।  সম্প্রতি সিরাজগঞ্জে রেললাইন চ্যূত হয় ট্রেনের বগি, দু’দিন পরেই সিলেটে সেতু ভেঙে ট্রেন খালে, হতাহত বেশকিছু সাধারন মানুষ। বর্নিত ঘটনা গুলো সম সাময়িক কালের পরস্পরায় ঘটে যাওয়া।

এদিকে ওপার বাংলায় কট্ররপন্থী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির মহিলা মোর্চার নেত্রী সুনিতা সিং দেশটির মুসলিম নারীদের গনধর্ষন করতে হিন্দু যুবকদের প্রতি আহবান জানান। তার এই আহবান সামপ্রদায়িক সহিংসতাকে উষ্কে দেওয়া ও হিংসাত্মক মন্তব্যের কারনে তাকে দল থেকে বহিষ্কারও করতে বাধ্য হয় দলের নীতি-নির্ধারক গন। এমন একজন রাজনৈতিক ব্যাক্তিত্ত কোন অধিকার এর জায়গা থেকে এমন আহবান জানাতে পারেন তার জবাব হয়ত সূনিতা সিং জানবেন কিন্তু বিবেকবান সাধারন মানুষ থেকে শূরু করে সুস্থ বোধ সম্পুন্ন সকল ধর্মের প্রত্যেকেই ধিক্কার জানিয়েছেন সূনিতার এই মন্তব্যকে।

ঠিক এমনই একটা মুহুর্তে নিজ অধিকার প্রতিষ্ঠায়, মানবতাকে সমূন্নত রাখতেই দৈনিক সচেতন বার্তার  আহবান, সুপ্ত বিবেককে জাগ্রত করবার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে সচেতন হওয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments