Monday, September 15, 2025
Homeসারাদেশজামালপুরজিয়া কোন পীর আউলিয়া না, সে খুনিঃ তথ্য প্রতিমন্ত্রী

জিয়া কোন পীর আউলিয়া না, সে খুনিঃ তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জিয়াউর রহমানের লাশটা কোথায়? চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের নামে কোন মাজার থাকবে না। সে কোন পীর আউলিয়া না, সে খুনি। কোন খুনির মাজার জাতীয় সংসদের পাশে থাকবে না।

বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে প্রয়াত ক্লাব সদস্যের পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি লুই আইকেনের নকশাকৃত স্থানে জিয়াউর রহমানের লাশের নামে বাক্স রাখা হয়েছে। আর সেই বাক্সে দোয়া-খাইরাতের নামে নাটক করা হচ্ছে, ফখরুল-রিজভীরা ধাক্কা-ধাক্কি করছে।

ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, প্রয়াত সাংবাদিকের স্ত্রী শারমিন জাহান, সাংবাদিক এম. সুলতান আলম, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম, শাহীন আল-আমিন, শাহ্ জামাল, উসমান হারুনী প্রমুখ।

পরে প্রয়াত সাংবাদিক আমিনুল ইসলামে লিটনের পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক হস্তান্তর করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments