Sunday, September 14, 2025
Homeবিনোদনদীর্ঘদিনের গোপন ট্যাটু প্রকাশ্যে আনলেন সামান্থা!

দীর্ঘদিনের গোপন ট্যাটু প্রকাশ্যে আনলেন সামান্থা!

সচেতন বার্তা, ৮ জুলাই:নতুন সিনেমা ‘ওহ বেবি’ ভালো ব্যবসা করছে। সেই সাফল্যে হাওয়ায় ভাসছেন ভারতের দক্ষিণী সুন্দরী সামান্থা আক্কিনেনি। এবার নিজের দীর্ঘদিনের গোপন ফাঁস করলেন এ অভিনেত্রী।

কোরীয় চলচ্চিত্র ‘মিস গ্র্যানি’র তেলেগু ভার্সন নন্দিনী রেড্ডি পরিচালিত ‘ওহ বেবি’। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে এ ছবি সংগ্রহ করেছে ১৭ কোটি রুপি।

গতকাল রোববার ‘ওহ বেবি’র নির্মাতারা সাকসেস পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ‘বাহুবলি’ তারকা রানা দাগ্গুবতি। ওই অনুষ্ঠানে সাদা পোশাক পরে হাজির হয়েছিলেন সামান্থা। ওই ইভেন্টের ফটোশুট থেকে সামান্থা কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দীর্ঘদিনের গোপন ট্যাটু।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে সামান্থা আক্কিনেনি লিখেছেন, পাঁজরে আঁকা তাঁর ওই ট্যাটুতে স্বামী নাগা চৈতন্যের নাম লেখা। তাঁর ক্যাপশন, ‘সেরা জীবনটাই কাটাচ্ছি। এই ট্যাটুটি দীর্ঘদিন গোপন রাখার পর অবশেষে প্রদর্শন করলাম। আমার স্বামী, আমার পৃথিবী।’

২০১৭ সালের অক্টোবরে নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। বিয়ের পর আজও তাঁরা ভক্তদের দেখিয়ে চলেছেন নিখাদ রোমান্স। সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments