Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনালন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যা

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যা

লন্ডনে সাবিনা নেসা নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। গত শনিবার ২৮ বছর বয়সী সাবিনার লাশ দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুকের কিটর পার্কে এক ব্যক্তি প্রথম দেখতে পান। ঘটনাস্থল তার বাসা থেকে ৫ মিনিটের হাঁটা দূরত্ব।

লাশ উদ্ধারের দিন ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে আরও তদন্তের স্বার্থে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় (ব্রিটিশ সামার টাইম) তার এস্টেল রোডের বাড়ি থেকে বের হওয়ার পরপরই সাবিনাকে আক্রমণ করা হয়েছিল।

সাবিনা নিসার আত্মীয় জুবেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‌এ ঘটনায় সাবিনার বাবা-মা এখনো স্বাভাবিক হতে পারছেন না। ব্যস্ততম পার্কে এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। কিছু খারাপ মানুষের শিকার হলো সাবিনার মতো একটি মেয়ে।

লন্ডনের ডিটেকটিভ চিফ সুপারেনটেনডেন্ট ট্রেভর লরি এক সংবাদ সম্মেলনে বলেন, ‌পুলিশ বিশ্বাস করে যে, সাবিনা নেসাকে একজন অপরিচিত ব্যক্তি আক্রমণ করেছিল। এটি অবশ্যই তদন্তের একটি লাইন, যা আমরা খতিয়ে দেখছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments