Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধ৩৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০ জন রিমান্ডে!

৩৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০ জন রিমান্ডে!

সচেতন বার্তা, ১১ জুলাই: ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৩৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০ জনকে বুধবার দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

৩৭ লাখ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ডিবির পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় জানা যায়, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার উলন রোডের মাহমুদাবাদ ভবনে জাল টাকার সরঞ্জাম নিয়ে কয়েকজন অবস্থান করছে। তখন সেখানে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি নাজমুল হোসেন জাল টাকা তৈরি করছিলেন। জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রিন্টার, ফয়েল পেপার, বান্ডিল কাগজসহ ৩৭ লাখ জাল টাকা জব্দ করা হয়।

জাল টাকাসহ গ্রেপ্তার ১০ আসামিকে ঢাকার আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তা এবং ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক এস এম গফফারুল আলম আদালতকে প্রতিবেদন দিয়ে জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা বাংলাদেশি জাল নোট তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এই জাল টাকা পলাতক আসামিদের সহযোগিতায় ঢাকাসহ বাইরের জেলায় বাজারজাত করা হচ্ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments