Saturday, September 13, 2025
Homeজাতীয়অপরাধজয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  ইউপি সদস্য তানজিলা বেগম (৩৬) ও তার স্বামী আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোর রাতে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কালাই থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তানজিলা বেগম বর্তমানে আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য। স্বামী-স্ত্রী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।

(ওসি) সেলিম মালিক বলেন, তানজিলা বেগম দীর্ঘদিন ধরেই আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ক্ষমতার দাপট দেখিয়ে তার স্বামী আনোয়ার হোসেনকে দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে একডালা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।

ওসি আরো জানান, এর আগে ইউ’পি সদস্য তানজিলা বেগমের বিরুদ্ধে দুইটি মাদক মামলা এবং তার স্বামীর বিরুদ্ধে দুইটি মাদক ও একটি জুয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments