Sunday, September 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটডাবল হ্যাটট্রিকে বিশ্ব রেকর্ড গড়লেন আইরিশ পেসার

ডাবল হ্যাটট্রিকে বিশ্ব রেকর্ড গড়লেন আইরিশ পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি আসরেই দেখা মেলে রোমাঞ্চকর সব ঘটনার, হয়ে থাকে নানান রেকর্ড। ব্যতিক্রম হলো না এবারও। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই আসরের প্রথম হ্যাটট্রিক করে ফেলেন আয়ারল্যান্ডের ডানহাতি পেসার কার্টিস ক্যাম্ফার।

শুধু হ্যাটট্রিক করেই থেমে থাকেননি আইরিশ পেসার। পরপর চার বলে চার উইকেট নিয়ে গড়েছেন ইতিহাস। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে চার বলে ৪ উইকেট শিকারের নজির স্থাপন করেন শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে পরে যায় তারা। স্কোর বোর্ডে ১ রান জমা করেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুপার। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর দলীয় ২২ রানে ফেরেন বাস ডি লিড, ৫১ রানে ফেরেন কলিন অ্যাকারম্যান। ২ উইকেটে ৫১ রান করা নেদারল্যান্ডস। এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ১০ ওভারে চার বল ৪ উইকেট শিকার করেন কার্টিস ক্যাম্পার।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের সম্মুখ লড়াইয়ে এগিয়ে রয়েছে ডাচরা। ১২ ম্যাচের সাক্ষাতে নেদারল্যান্ডস জয় পেয়েছে সাত ম্যাচে আর আইরিশরা জিতেছে চারটিতে।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments