Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধমাদকসেবী দুই সন্তানকে পুলিশে দিলেন বাবা

মাদকসেবী দুই সন্তানকে পুলিশে দিলেন বাবা

সচেতন বার্তা, ১৮ জুলাই:হিলিতে মাদকসেবী দুই সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করলেন এক পিতা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১৭ জুলাই) হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোস্তাক সরদার (৪০) ও খোকন সরদার (৩৩)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজাউল করিম বলেন, ‘হিলির মুহাড়াপাড়া গ্রামের মোস্তাক হোসেন তার মাদকসেবী দুই সন্তানকে নিয়ে অতিষ্ঠ ছিলেন। প্রতিদিন তাদের ইয়াবা ও হেরোইনের নেশার জন্য আড়াই থেকে তিন হাজার টাকা করে লাগতো। নেশার টাকা না পেলে দুই সন্তান তাদের বাবা-মার ওপর চড়াও হতো। বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে নেশা করতো।

তিনি বলেন, তাদের অত্যাচারে অসহ্য হয়ে নিজেই দুই সন্তানকে থানায় সোপর্দ করেন বাবা। পরে আমরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments