Sunday, September 14, 2025
Homeরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি'র মাস্টার্সের শিক্ষার্থী চিশতি হলেন ইউপি চেয়ারম্যান

রাবি’র মাস্টার্সের শিক্ষার্থী চিশতি হলেন ইউপি চেয়ারম্যান

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিন নম্বর কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহমুদ ওমর চিশতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন চিশতি। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহমুদ ওমর চিশতি নৌকা প্রতীকে ছয় হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আলাল হাতপাখা প্রতীকে পেয়েছেন চার হাজার ৭২৩ ভোট।

মাহমুদ ওমর চিশতির বড় ভাই ফারুক ইমরুল কায়েস আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, মাহমুদ ওমর চিশতি ১৯৯৬ সালের ১০ অক্টোবর উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ২০১৫ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি ও ২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক পাস করেন।

মাহমুদ ওমর চিশতি বলেন, অল্প বয়সেই আমার রাজনীতিতে আসা। আমার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান। কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান হয়ে আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করতে চাই।

আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, মাহমুদ ওমর চিশতি নামে কম বয়সের একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে দেশের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ চেয়ারম্যান কি না সেটা জানি না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments