Sunday, September 14, 2025
Homeঢাকামিরপুরপল্লবী থানা পুলিশের রমরমা অর্থ বানিজ্য (ভিডিও সহ)

পল্লবী থানা পুলিশের রমরমা অর্থ বানিজ্য (ভিডিও সহ)

রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন এগারো নাম্বার সেকশানে আছে অসংখ্য বিহারীদের বসবাস। বিশাল এলাকা জুড়ে তাদের বসবাসের এই এলাকা ‘বিহারী ক্যাম্প’ নামে পরিচিত। বিহারীদের অধিকাংশই অশিক্ষিত, স্বল্প শিক্ষীত। এদের অধিকাংশই মাদক ব্যাবসা এবং সেবনের সাথে জড়িত।

এই বিহারী ক্যাম্প জুড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যেই চলে মাদকের বেচাকেনা। সাধারণ যে কোন মানুষ এই এলাকায় প্রবেশ করলে ‘মাদকের হাট’ মনে করবেন। এই মাদক বাজারকে কেন্দ্র করে, বিহারীদের অজ্ঞতা আর দুর্বলতাকে পুঁজি করে পল্লবী থানা পুলিশের কতিপয় কর্মকর্তার নেতৃত্বে ক্ষমতার অপব্যাবহার করে অনৈতিক পন্থায় চলছে রমরমা অর্থ বানিজ্য।

চোখ রাখুন দৈনিক সচেতন বার্তায়, আসছে “সচেতন চোখ” অনুসন্ধানী টিমের ভিডিও সহ অনুসন্ধানী প্রতিবেদন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments