Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলে সহস্রাধিক ফিলিস্তিনি শিশু বন্দি

ইসরায়েলে সহস্রাধিক ফিলিস্তিনি শিশু বন্দি

তীব্র নিন্দা সত্ত্বেও নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১৪৯ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইহুদিবাদী দেশটি।

গত শনিবার বিশ্ব শিশু দিবসে এক বিবৃতিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু এজেন্সি। এতে আরও বলা হয়েছে, গ্রেফতার শিশুদের দুই-তৃতীয়াংশই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দি সব শিশু কারাগারে থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার শিশুকে বন্দি করা হয়েছে; যাদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। উল্লেখ্য, ফিলিস্তিনে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত শতশত শিশু-কিশোর বন্দি জীবন কাটাচ্ছে ইসরায়েলের কারাগারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments