ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছে বৃহস্পতিবার ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটেছে বলে বিবিসি, সিএনএন, ইন্ডিয়া টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছেন পুতিন। দিমিত্রি কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। তিনি বলেন, পুতিনকে থামাতে হবে এবং বিশ্ব অবশ্যই তা পারবে।
বিবিসি বাংলা প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী কিয়েভ সহ দনেৎস্ক অঞ্চলের ক্রামাতর্সকে বিস্ফোরণের খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
তবে সোশ্যাল মিডিয়ায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ, দক্ষিণের ওদেসা এবং পূর্বাঞ্চলের দনেৎস্ক ওবলাস্ত এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে আজ জাতিসংঘ বৈঠকে বসছে।