Sunday, September 14, 2025
Homeরাজধানীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

জাবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ওই ছাত্র তার বিরুদ্ধে আনিত অভিযোগকে ‘উদ্দেশ্যমূলক’ বলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ৪৭তম ব্যাচের ওই নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।

অন্যদিকে অভিযোগটি ‘মিথ্যা’ ও ‘উদ্দেশ্যমূলক’ বলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রক্টর বরাবর লিখিত পাল্টা অভিযোগ দেন অভিযুক্ত ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘অভিযুক্ত ছাত্র আমার পূর্ব পরিচিত। গত ১৮ ফেব্রুয়ারি তিনি আমাকে ফোন করে দেখা করতে বলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মোটরবাইক নিয়ে আমার কাছে আসেন। পরে তার বাইকে উঠি। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রাবাড়ী ফ্লাইওভার হয়ে তিনি নারায়ণগঞ্জের রূপায়ন সিটিতে নিয়ে যান। ফ্লাইওভারে ওঠার পর মোটরবাইক চালানো অবস্থায় তিনি আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন।’

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে নিয়ে গিয়ে তিনি রেস্টুরেন্টে ওঠার নাম করে আমার হাত ধরে একটি ভবনের ভেতরে নিতে চাইলে আমি চিৎকার করে লোক জড়ো করি। পরে স্থানীয় এক ব্যক্তি (সোহেল) আমাকে সেখান থেকে বের হতে সাহায্য করে।’

ঘটনায় উপস্থিত সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভবনের লিফটে করে নিচে নামছিলাম। নিচে মেয়েটি আমাকে জিজ্ঞাসা করে ওপরে রেস্টুরেন্ট আছে কিনা? এটি একটি আবাসিক এলাকা এবং উপরে রেস্টুরেন্ট নেই বললে মেয়েটি তার সঙ্গে থাকা ছেলেটিকে প্রেশার ক্রিয়েট করে। ফলে ছেলেটি উবার ডাকে এবং মেয়েটি উবারে করে চলে যায়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments