Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিককিয়েভ উড়িয়ে দেয়ার হুমকি রাশিয়ার

কিয়েভ উড়িয়ে দেয়ার হুমকি রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সব ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কিয়েভের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শও এসেছে ।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজধানীর উপকণ্ঠে শত্রুরা অবস্থান করছে। কিয়েভকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। মঙ্গলবার (১ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী, স্থল প্রতিরক্ষা বাহিনী ঐতিহাসিকভাবেই আমাদের ভূখণ্ডের জন্য লড়াই করে আসছেন।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির চ্যালেনগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন খবর দিয়েছে।

এতে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ইউক্রেন সরকার বলছে, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি হয়েছে। ফলে চ্যানেলগুলোর সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার বড় বড় ঢেউ দেখা গেছে।

অন্যদিকে, ক্রমশই কিয়েভের দিকে এগিয়ে আসছে রাশিয়ার বিশাল এক সামরিক বহর। উপগ্রহ চিত্র বলছে বহরটি কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে। পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এতে জ্বলছে খারকিভের কেন্দ্রস্থল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের  এক অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিলে তাকে স্বাগত জানান মহাদেশটির নেতারা। এসময় জেলেনস্কি দ্রুত ইউক্রেনকে ইইউ’তে নিতে আবারো আহ্বান জানান।

মঙ্গলবার (০১ মার্চ) রাতে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানিয়ে জেলেনস্কি বলেন, ‘প্রমাণ করুন সঙ্কটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন।’ সুত্রঃ দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments