Sunday, September 14, 2025
Homeতাঁরকানিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে সানি লিওন

নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে সানি লিওন

বাংলাদেশে পর পর দু’বার আসতে চেয়েছিলেন বলিউড তারকা সানি লিওন। ২০১৫ সালে ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে এ অভিনেত্রীকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে তৃতীয় বারও ঢাকায় প্রবেশে ব্যর্থ হওয়ারই কথা ছিল।

সূত্রে জানা গেছে, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। তবে শনিবার বিকেলে স্বামীসহ ঢাকায় অবতরণ করেন সানি লিওন।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে তিনি এলেন- এর জবাবে জানা গেছে, ভারতীয় নয় আমেরিকান পাসপোর্ট নিয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি। তার প্রকৃত নাম করনজিৎ কৌর ওয়েবার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় এ অভিনেত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

এর আগে, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। ঐ সিনেমার শুটিংয়ে ১০ বিদেশি শিল্পীকে ওয়ার্ক পারমিট দেওয়া হলেও সানি লিওনের পারমিট বাতিল করা হয়।

গত ৯ মার্চ মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মো. সেলিম খানকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি/ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।

এদিকে জানা গেছে, গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা তাপস দম্পতির মেয়ের বিয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন সানি লিওন। রোববার রাতে ঢাকার একটি নামি হোটেলে হবে জমকালো এ বিয়ের আয়োজন। এতে পারফর্মও করবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments