Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকইউক্রেনীয় আশ্রয়কেন্দ্রে রুশ বাহিনীর হামলা

ইউক্রেনীয় আশ্রয়কেন্দ্রে রুশ বাহিনীর হামলা

  • গত ১ মার্চ থেকে মারিয়োপোল শহরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। তার পর থেকেই ক্রমাগত বোমা বৃষ্টি চলছে উপকূল শহরটিতে।
  • মারিয়োপোল প্রশাসন জানিয়েছে, ‘রুশ সেনার অমানবিকতার সামনে কোনও এলাকাতেই সাধারণ নিরপরাধ নাগরিকদের জন্য নিরাপদ নয়।’
  • রুশ সেনার বোমার হাত থেকে বাঁচতে একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন কয়েকশো মানুষ। বুধবার সেই থিয়েটার হলটির উপর বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধ বিমান।
  • বিস্ফোরণের পর ওই থিয়েটারের ছবি তুলেছে বিভিন্ন সংবাদসংস্থা। সেই সব ছবিতে দেখা যাচ্ছে হলের মাঝের অংশটি ভেঙে মাটিতে এসে মিশেছে। আগুন লেগে গিয়েছে অন্যান্য অংশেও। কালো ধোঁয়া বেরিয়ে আসছে হলটির ভিতর থেকে। যদিও আশপাশে কোনও মানুষজনের দেখা পাওয়া যায়নি। সেখানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা কী অবস্থায় রয়েছেন, জানা যায়নি তা-ও।
  • ঘটনাস্থল ইউক্রেনের উপকূলবর্তী শহর মারিয়োপোল। ইউক্রেন প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণে থিয়েটারে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তা ছাড়া রুশ বিমান অবিরাম বোমাবর্ষণ করেই চলেছে এলাকায়। ফলে থিয়েটারের ভিতর আশ্রিতরা কী অবস্থায় রয়েছেন, তা বোঝার উপায় নেই। তাঁদের উদ্ধার করারও উপায় নেই।

১০ ক্ষুধার্ত ইউক্রেনীয়কে ‘হত্যা’ রাশিয়ার: মার্কিন দূতাবাস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments