Sunday, September 14, 2025
Homeসারাদেশঅপরাধশেরপুরে মাটিতে পুঁতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

শেরপুরে মাটিতে পুঁতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

শেরপুরের নালিতাবাড়ীতে আপন বড় ভাইয়ের ছেলেকে (ভাতিজা) দুই হাত পেছনে বেঁধে কোমড় পর্যন্ত মাটিতে পুঁতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে চাচা আলিমদ্দিনসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নির্যাতনের খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার নূর ইসলামকে (৩৫) ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরেই চালানো হয় এই বর্বরতম নির্যাতন। ওই গ্রামের আবু তাহের মারা যাওয়ার পর তার ছোট ভাই আলিমদ্দিন কর্তৃক জাল দলিলে লিখে নেওয়া কিছু জমি নিয়ে মৃত তাহেরের ছেলে নূর ইসলামের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

এরই মধ্যে শনিবার দুপুরে আলিমদ্দিন ও তার স্ত্রী-ছেলে মিলে নূর ইসলামের বাড়িতে যায় এবং তারই বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গর্ত করে। এরপর বেলা আড়াইটার দিকে নূর ইসলামের দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে প্রায় কোমড় পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। এসময় নূর ইসলামের পরিবারের লোকজন চিৎকার করলেও স্থানীয়ভাবে প্রভাবশালী আলিমদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

পরে খবর পেয়ে বিকেল তিনটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাম পুলিশের সহায়তায় নূর ইসলামকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে বর্বরোচিত এ ঘটনায় অভিযুক্ত আলিমদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নূর ইসলামকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া নালিতাবাড়ী থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে পুঁতে রাখা নূর ইসলামকে উদ্ধার করি এবং অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি।

নলিতাবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুত্রঃ সমকাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments