Saturday, September 13, 2025
Homeসারাদেশঅপরাধছিনতাইকারীর ছুরিকাঘাত কাড়লো কলেজছাত্রের প্রান

ছিনতাইকারীর ছুরিকাঘাত কাড়লো কলেজছাত্রের প্রান

কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। নিহত রিদুয়ান চট্টগ্রাম মহসীন কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের সিটি কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত রিদুয়ান শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে রিদুয়ানের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।

নিহতের নিকট আত্মীয় শাহজাহান জানান, শহরের রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার ছোটনের নেতৃত্বে গরু হালদা এলাকার আহাত, রাহাত, সাকিবসহ আরও ৮/১০ জন মিলে রিদুয়ানকে সিটি কলেজ গেটের প্রধান সড়কে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে রিদুয়ানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ছুরিকাঘাত করে আমার ছেলেকে যারা হত্যা করেছে। আমি তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

অপরদিকে, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মনীরুল গিয়াস বলেন, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। মূলত দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র রিদুয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি।

তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। জড়িতের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments