Monday, September 15, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিপর্যয়ের মুখে প্রোটিয়ারা

বিপর্যয়ের মুখে প্রোটিয়ারা

টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ(Bangladesh) অধিনায়ক মুমিনুল হক। উইকেটে ঘাস ও আদ্রতা থাকায় শুরুতে বোলিং এর সিদ্ধান্ত। কিন্তু শুরুতে উইকেটের সুবিধা নিতে পারেনি তার দল।

ডারবান টেস্টে(Durban test) দাপুটে শুরুর পর দুই প্রোটিয়া ওপেনার ফিরেছেন খালেদ আহমেদ ও মেহেদি মিরাজের বলে।

দক্ষিণ আফ্রিকা(South Africa) ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা টেম্বা বাভুমা ১৭ ও তার সঙ্গী রায়ান রিকিলটন ১০ রান করেছেন। ওপেনার ও অধিনায়ক ডিন এলগার ১০১ বলে ১১ চারে ৬৭ রান করে খালেদ আহমেদের বলে ফিরেছেন। অন্য ওপেনার সারেল আরউই ৪১ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন। দলের ১৪৬ রানে ১৯ রান করা কিগান পিটারসন রান আউট হন।

বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলছে। মূল বোলিং আক্রমণে নেই কোন বাঁ-হাতি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কিগান পিটারসন, রায়ান রিকিলটন, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে (উইকেটরক্ষক), ওয়ান মুলদার, সিমন হারমার, কেশব মহারাজ, ডুয়াইনি অলিভিয়ের, লিজার্ড উইলিয়ামস।

বাংলাদেশ ডারবান টেস্টে ওপেনার তামিম ইকবালকে(Tamim Iqbal) দলে পায়নি। তিনি পেটের অসুখে ভুগছেন। পেটে ব্যথার সঙ্গে আছে ডায়রিয়া। অন্যদিকে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে রাখা হয়নি একাদশে। টানা খেলার তিনি ক্লান্ত এবং তার ছোট খাটো ইনজুরি আছে বলে বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments