Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধটাঙ্গাইলের গোপালপুরে মদ ও নারীসহ আটক ৫

টাঙ্গাইলের গোপালপুরে মদ ও নারীসহ আটক ৫

টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে সাত লিটার চোলাই মদ ও দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোপালপুর পৌরশহরের নন্দনপুর এলাকার মাহবুব হোসাইন মনু, সওদাগরপাড়ার মৃত খোকা মিয়ার পূত্র বাসচালক লিটন খান, সুন্দর গ্রামের হাসমত আলী এবং মধুপুর উপজেলার চারালজানি গ্রামের প্রীতি কর্মকার ও লিলি আক্তার সোমা।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে এসআই আখতারুজ্জামান সোহাগ, থানা অফিসার ইনচার্জের নির্দেশক্রমে, গোপালপুর বাসস্ট্যান্ড এলাকার সুইডেন প্রবাসী মাহবুব হোসাইন মনুর বাসায় অভিযান চালান। অভিযানে সাত লিটার দেশীয় মদ ও মদপানে প্রস্তুতি নেয়া দুই নারীসহ ৫ জনকে আটক করে থানা পুলিশ।

ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বসত বাড়িতে অবৈধভাবে মদপানের আড্ডা, বিক্রয় ও এলাকায় মাদকের বিস্তার ঘটানোয় ৫ অপরাধীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments