Sunday, September 14, 2025
Homeসারাদেশঅপরাধকক্সবাজারে প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

কক্সবাজারে প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার উপরের বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) ও একই এলাকার মৃত মো. হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

সংবাদের তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুইজন ইয়াবা ব্যবসায়ী টেকনাফ পৌরসভার উপরের বাজারে ইয়াবা বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে।

এমন তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি টিম উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হেফাজতে থাকা দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments