Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকজার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।

স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

মস্কো বলেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করার জার্মানির সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বার্লিনস্থ রাশিয়ার দূতাবাস জানায়, ভিত্তিহীন অভিযোগে জার্মানিতে রাশিয়ান মিশনের কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্র সংকুচিত করবে। যা রাশিয়ান-জার্মান সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যাবে। ইউক্রেনে মস্কোর আক্রমণে ইউরোপীয় দেশগুলোর ক্ষোভের মধ্যে জার্মানি রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের এ ঘোষণা দিলো।

  • ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো।
  • গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।

ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাঁদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন।

  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। তিনি আরও বলেন, রাশিয়া যাঁদের বহিষ্কার করেছে, তাঁরা কোনো ভুল করেননি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়েরবকের কথাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments