Saturday, September 13, 2025
Homeসারাদেশকুমিল্লাসাক্কুর টেবিল ঘড়ি কায়সারের ঘোড়া আর রিফাতের নৌকা

সাক্কুর টেবিল ঘড়ি কায়সারের ঘোড়া আর রিফাতের নৌকা

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন।

বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া আরেক প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

জানা গেছে, প্রতীক বরাদ্দকালে শুধু প্রার্থীদেরকেই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কর্মী-সমর্থকদের ঢুকতে দেওয়া হয়নি।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের ছাড়া অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট হবে ১৫ জুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments