টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজ পড়ুয়া এক ছাত্রী ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় কলেজছাত্রীর মায়ের অভিযোগের পর বখাটে প্রেমিক রুবেলসহ (২৫) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ধর্ষক রুবেল উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও তার সহযোগী ওসমান গনি একই গ্রামের লাল মিয়ার ছেলে। অভিযুক্ত রুবেল এক সন্তানের জনক।
অভিযোগ সূত্রে জানা যায়, রুবেলের সঙ্গে ফেসবুকে নিয়মিত যোগাযোগ হতে ওই কলেজছাত্রীর। পরে দেখা-সাক্ষাতের মধ্য দিয়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন কলেজছাত্রী। সে সময় কৌশলে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রুবেল।
এরপর থেকেই তার কথামতো না চললে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। পরে কলেজছাত্রী কাউকে না জানিয়ে বাধ্য হয়ে রুবেলের সঙ্গে চট্টগ্রাম চলে যায়। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সেখান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
ভূঞাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতার বখাটে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এরপর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীতে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানেও ধর্ষণের শিকার হন কলেজছাত্রী।