Monday, September 15, 2025
Homeসারাদেশচট্টগ্রামছাদ, কার্নিশ বা টবে পানি জমে থাকলে জরিমানা: মেয়র নাছির

ছাদ, কার্নিশ বা টবে পানি জমে থাকলে জরিমানা: মেয়র নাছির

নির্মাণাধীন ভবনের ছাদ, কার্নিশ, ড্রাম বা রিজার্ভার, ফুলের টব, ছাদবাগানে পানি জমে থাকলে চট্টগ্রাম সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করবে। দুই-একদিনের মধ্যেই এ অভিযান শুরু হবে। রোববার বিকেলে চসিক সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে আয়োজিত সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন একথা বলেন।

জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, লিফলেট বিলি করছি, মাইকিং করছি, চসিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাচ্ছি। কিটস শেষ হওয়ায় দুদিন বন্ধ ছিল। সোমবার থেকে আবার চালু করছি। এডিস মশা রোধে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ছিটানো অব্যাহত থাকবে। এ কার্যক্রম জোরদার করতে আরও ফগার মেশিন ও ওষুধ কেনা হচ্ছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসিন উদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments