Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রএফবিআইয়ের তল্লাশিতে ফেঁসে যাচ্ছেন ট্রাম্প !

এফবিআইয়ের তল্লাশিতে ফেঁসে যাচ্ছেন ট্রাম্প !

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক প্রেসিডেন্টের বাসভবনে তল্লাশি করে চোরাই মাল উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। যেমন তেমন চোরাই মাল নয়, দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন ‘সর্বোচ্চ গোপনীয়’ ১১ বাক্স নথি। এর মধ্যে এমন সব নথি ছিল, যার বিষয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার। বিদেশি শত্রুর হাতে পড়লে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল এমনটি প্রমাণিত হলে তিনি বড় ধরনের ঝামেলায় পড়ে যাবেন। গুপ্তচর আইনে দীর্ঘমেয়াদি জেলের ব্যবস্থা রয়েছে।ট্রাম্পের বিরুদ্ধে তিন রকম অভিযোগ আনা হয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথির অপব্যবহার, বিচারপ্রক্রিয়ায় বাধাদান এবং গুপ্তচর আইনের লঙ্ঘন।সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক গুপ্তচর আইনের লঙ্ঘন। এ আইনে অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments