Monday, September 15, 2025
Homeবাংলাদেশকল রেকর্ড করার 'গুজব' ছড়ানো হচ্ছে: র‌্যাব

কল রেকর্ড করার ‘গুজব’ ছড়ানো হচ্ছে: র‌্যাব

‘এখন থেকে মোবাইলের সব কথোপকথন রেকর্ড করা হবে’- এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে র‌্যাব।

এটাকে গুজব আখ্যা দিয়ে র‌্যাব বলছে, ‘এটা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্য। এসবে কান না দেওয়ার অনুরোধ করা হলো। তবে যারা এসব গুজব রটাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, সম্প্রতি একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে আইন-শৃঙ্খলা বাহিনী ও র‍্যাবের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে। সকলকে এমন অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানায় র‌্যাব। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় র‌্যাবের পক্ষ থেকে।

প্রচারিত বার্তাটি সম্পূর্ন মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে র‌্যাবের পক্ষ থেকে জনসাধারণকে আরো সতর্ক ও অনলাইনে গুজবের ব্যাপারে আরো সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া অনলাইনে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় র‌্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments