Monday, September 15, 2025
Homeরাজধানীপুলিশ উপ-পরিদর্শকের স্ত্রীর মরদেহ উদ্ধার

পুলিশ উপ-পরিদর্শকের স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে তিলপা পাড়ার একটি বাসা থেকে পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক বজলুর রশিদের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নীলা আক্তার আঁখি।

২৭ আগস্ট দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক বজলুর রশিদ।

আরও বলেন, আমি সকালে করোনা টেস্ট করার জন্য বাসা থেকে বের হই।

বাড়ির মালিক আমাকে ফোন করলে আমি বাসায় এসে দেখি সে (স্ত্রী) ফাঁস দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, তার ডায়াবেটিস সবসময় ২০-২৫ থাকত। সে কয়েকবার স্ট্রোকও করেছে। আমার সঙ্গে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। কী কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করল, সেটাই বুঝতে পারছি না। আমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর বাড়ি পাবনা জেলার সুজানগরে।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. ফারুকুল আলম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments