Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকপাওয়ার লাইন ধ্বংস জাপোরিঝিয়ার

পাওয়ার লাইন ধ্বংস জাপোরিঝিয়ার

অব্যাহত গোলা বর্ষণের কারণে ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি পাওয়ার লাইন ধ্বংস হওয়ায় ওই কেন্দ্রের সংযোগ ফের বিচ্ছিন্ন হয়ে গেছে।

রুশ সমর্থিত কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের পরমাণু সংস্থার পরিদর্শকদের একটি দল জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর একদিন পরেই এই ঘটনা ঘটল।

এর আগেও রুশ সেনাদের গোলাবর্ষণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পাশে অগ্নিকাণ্ডের কারণে বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে জাপোরিঝিয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে রয়েছে। এর আশপাশে গোলা নিক্ষেপের জন্য একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন। এ অবস্থায় চেরনোবিলের মতো রেডিয়েশন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিস্ফোরণ হলে রেডিওঅ্যাকটিভের মেঘের কারণে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে হবে। মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাবে। যদি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়ে বিকিরণ হয়, তা হলে এর প্রভাব কয়েক বছর পর টের পাওয়া যাবে।

এর পর বিষাক্ত মেঘের সৃষ্টি হবে। যদিও এ মেঘ খালি চোখে দেখা যাবে না।  বিস্ফোরণের কারণে বিকিরণ বিষক্রিয়া অথবা ক্যান্সারে আক্রান্ত হতে পারে মানুষ।

বিকিরণ পুরো ইউরোপে ছড়িয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা হুশিয়ারি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments