Sunday, September 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটমুশফিকের অবসরের আবেদন এখনো গ্রহণ করেনি বিসিবি

মুশফিকের অবসরের আবেদন এখনো গ্রহণ করেনি বিসিবি

এশিয়া কাপের ব্যর্থ অভিযান শেষে দেশে ফেরার একদিন পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম

গত তিন বছর ধরে এই ফরম্যাটে তার পারফরমেন্স খুবই খারাপ ছিল। চারদিক থেকে ভেসে আসছিল সমালোচনা। এর মাঝে দুইবার বিশ্রামের মোড়কে জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন।

এবার মুশফিক অবসর ঘোষণার পর বিসিবি অবশ্য বলছে, তারা এখনও অবসরের আবেদন গ্রহণ করেনি। মুশফিকের অবদানের কথা স্মরণ করেই বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসবেন।

এ বিষয়ে আজ রবিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে যে সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছে এবং সে টেস্ট আর ওয়ানডে খেলে যাবে। সে বলেছে যে, এই দুটি ফরম্যাটে সে ফোকাস করতে চায়, তাই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াচ্ছে। এটা আমাদেরকে সে জানিয়েছে এখন। আমি বোর্ড প্রেসিডেন্টের  সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে সিদ্ধান্ত হয়নি। এটা (অবসরের সিদ্ধান্ত) গ্রহণ করব কিনা সে বিষয়ে আমাদের আলাপ করতে হবে। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করতে হবে, তারপর আমরা সিদ্ধান্তে যাব। যেহেতু এখনো সিদ্ধান্ত হয়নি, তবু বলছি বিশ্বকাপে মুশফিককে আমরা মিস করব। বিশ্বকাপের জন্য আমরা খেলোয়াড়দের একটা সেটআপ ঠিক করেছি, মুশফিক তাদের একজন। ‘

তিনি আরও বলেন, ‘এখন পারফর্মেন্স তো একটা সিরিজে খারাপ হবে বা একটা টুর্নামেন্টে খারাপ হবে, হয়তো পরবর্তী টুর্নামেন্টে ভালো খেলতে পারে। বলে কয়ে তো কারও পারফর্মেন্স করাতে পারেন না যে- খারাপ খেলব বা ভালো খেলব। মুশফিকের এই সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে আমরা কিছুই বলতে চাচ্ছি না। আমরা আগে আলাপ করে নেই, তারপর আপনাদের জানাব। তাকে মূল্যায়ন করতেই হবে। তাকে সম্মান করতেই হবে। সে ক্রিকেটে না থাকলেও তাকে সম্মান করতে হবে। অতীতে সে কী করেছে তা আমরা সবাই জানি। তার গড় হয়তো ভালো নয়, কিন্তু তার অবদানের জন্যই তাকে সম্মান করা উচিত। ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে সে সিদ্ধান্ত নিয়েছে এটা কঠিন সিদ্ধান্ত। বোর্ড এটা একসেপ্ট করবে কি করবে না এটাও কঠিন সিদ্ধান্ত। ‘

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments