Sunday, September 14, 2025
Homeবাংলাদেশপররাষ্ট্রমোমেনকে ছাড়াই ভারত গেলেন প্রধানমন্ত্রী

মোমেনকে ছাড়াই ভারত গেলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াই ভারত সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন।

সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ওই ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা ছিল। পররাষ্ট্রমন্ত্রী গত রবিবার সংবাদ সম্মেলনে দিল্লিতে যাওয়ার কথা বলেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্তব্য করে আলোচিত-সমালোচিত হন। এর মধ্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে তিনি ভারতের সহযোগিতা চেয়েছেন- এমন বক্তব্যও গণমাধ্যমে এসেছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী পরে এ বিষয়ে ব্যাখ্যায় বলেছেন, তিনি নির্বাচনে ভারতের সহযোগিতা চাননি।

পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, অসুস্থতার কারণে মন্ত্রী দিল্লি যাননি।সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটি দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments