Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকলিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে বিজয়ী হতেই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে বিজয়ী হতেই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদের দৌড়ে বিজয়ী হতেই পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল। একই সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাতেও না থাকার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক।

  • বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক চিঠিতে প্রীতি লিখেছেন, “আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্বভার গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্র সচিব নিয়োগ করা হলে আমি পিছনের সারিতে থেকে দেশ সেবা ও উইথাম কেন্দ্রের জন্য কাজ করে যাব।

ব্রিটেনের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি।

সেই সঙ্গে লিজকে সমর্থন জানানোর কথাও বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলে তিনি যে সম্মানিত সে কথাও তুলে ধরেছেন প্রীতি।

তিনি লিখেছেন, “দেশকে রক্ষা করা, অভিবাসন ব্যবস্থার সংস্কার করার কাজ করে আমি গর্বিত। ”

  • বরিসের উদ্দেশে তিনি আরও লিখেছেন, “আপনার নেতৃত্বে দেশ সেবার কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে বিরাট সম্মানের।

২০১৯ সালে ঐতিহাসিক জয় অর্জন করেছেন। মার্গারেট থ্যাচারের পর সবচেয়ে বেশি ভোটে জিতেছে কোনও একটা রাজনৈতিক দল। ”

প্রসঙ্গত, সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট।

ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল ‘কনজারভেটিভ পার্টির’ ১ লাখ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ লিজ ট্রাসকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হিসেবে। সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments