বলিউডে রাধিকা আপ্তে বরাবরই ব্যতিক্রমধর্মী এক অভিনেত্রী। বলিউডের দুঃসাহসী অভিনেত্রীর তালিকায় রাধিকার নাম সবার উপরের দিকেই থাকবে।
মূল ধারার বাণিজ্যিক চলচ্চিত্রে যেমন সকলের মন জয় করেছেন, তেমনি ভিন্নধর্মী সিনেমায় তাঁর অভিনয় চমকে দিয়েছে সবাইকে। অভিনয়ের পাশাপাশি তাঁকে ঘিরে বিতর্কও কম নয়।
তবে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বেশ বজায় রাখলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। একাধিকবার তাঁর কিছু মন্তব্যে বেশ নড়েচড়ে বসেছিল বলিউড। এর আগে রাধিকা জানিয়েছিলেন, যে ২০০৯ সালে অনুরাগ কশ্যপের ‘দেব ডি’ সিনেমার অডিশনে তাঁকে ‘ফোন সেক্স’ করতে হয়েছিল।
তিনি বলেছিলেন, ‘‘আমি তখন পুণেতে থাকতাম। এর আগে কখনও ফোন সেক্স করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু সকলের সামনে আমায় ফোন সেক্স করতে হয়েছিল। কিন্তু এরপরও আমাকে সেই সিনেমায় নেওয়া হয়নি। ’’
একের পর এক বিতর্ক যেমন রয়েছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততাও। রাধিকার হাতে রয়েছে একাধিক সিনেমা। সামনেই মুক্তি পাবে ‘বিক্রম বেধা’। সেই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন হৃতিক রোশন ও সাইফ আলি খান। এছাড়াও ঝুলিতে রয়েছে ‘মিসেস আন্ডারকভার’, ‘মনিকা ও মাই ডার্লিং’-এর মতো সিনেমা।