Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকযেসব প্রত্যাশা পূরণ করবে আইফোন ফোর্টিন

যেসব প্রত্যাশা পূরণ করবে আইফোন ফোর্টিন

৭ সেপ্টেম্বর রাতে আইফোন ফোর্টিন সিরিজ উন্মোচনের মধ্য দিয়ে ১৫ বছরে পদার্পণ করে অ্যাপলের আইফোন সিরিজ।

এ উপলক্ষে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজন করা হয় ‘ফারআউট’ ইভেন্ট। যেখানে অন্যান্য মডেলের সঙ্গে উন্মোচন হয় আইফোন ফোর্টিন ও আইফোন ফোর্টিন প্লাস।

প্রথম দেখায় আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস দেখতে অনেকটা আগের ভার্সন আইফোন থার্টিনের মতো মনে হলেও নতুন এই মডেলগুলোতে কিছু পরিবর্তন এনেছে অ্যাপল। আইফোন ফোর্টিনে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। আইফোন ফোর্টিন প্লাসে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে।

আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাস উভয় মডেলেই রয়েছে এ ফিফটিন বায়োনিক চিপ। অবশ্য আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সেও রয়েছে একই ধরনের চিপ। তবে অ্যাপল দাবি করেছে, নতুন আইফোন ফোর্টিন ও ফোর্টিন প্লাসের এ ফিফটিন বায়োনিক চিপ আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের ব্যবহৃত চিপের চেয়ে অন্তত ১৮ শতাংশ বেশি দ্রুতগতির।

শুধু আইফোন ফোর্টিন প্রো ও ফোর্টিন প্রো ম্যাক্সে থাকছে অ্যাপলের নতুন এ সিক্সটিন বায়োনিক চিপ।

আরও একটি জিনিস একটু ব্যতিক্রম। তা হলো, গত দুই বছর ধরে অ্যাপল তার আইফোনের মূল মডেলগুলোর একটি মিনি সংস্করণ বাজারে ছেড়ে এলেও বুধবারের ইভেন্টে আইফোন ফোর্টিনের কোনো মিনি ভার্সনের ঘোষণা দেয়া হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments