১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকায় লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আযাদ জানান, রাত পৌনে ১টার দিকে কামরাঙ্গীরচরে ঝাউলাহাটি এলাকার লোহার রেক তৈরির ওই টিনশেডের গোডাউনে আগুন লাগে।