Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকচীনা প্রতিনিধিদের রানির মরদেহ দেখতে বাধা

চীনা প্রতিনিধিদের রানির মরদেহ দেখতে বাধা

চীনের প্রতিনিধিদের ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ দেখতে দেওয়া হচ্ছে না। যদিও রানির শেষকৃত্য অুনষ্ঠানের জন্য চীনের ওই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে কেন চীনা প্রতিনিধিদের রানির মরদেহ দেখতে ও শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলে প্রবেশ করতে দেওয়া হয়নি সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

গত ৮ সেপ্টেম্বর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বর্তমানে রানির মরদেহ রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। ওয়েস্টমিনস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।

কফিন এক নজর দেখতে প্রায় দীর্ঘ লাইন পড়ে যায়। সেই লাইনের দৈর্ঘ্য ৮ কিলোমিটার পর্যন্ত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। অনেকেই ৯ থেকে ১০ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারী কফিন। চার দিনের শ্রদ্ধা নিবেদনের পর ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য, যাতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা।

তবে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন সফররত চীনা প্রতিনিধিদলকে ব্রিটিশ সংসদের অভ্যন্তরে রানির কফিন দেখতে দেওয়া হবে না।

জানা গেছে, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সমালোচনা করার জন্য বেইজিং বেশ কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতাকে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য চীন থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।  এটা বোঝা যাচ্ছে যে চীনের নিষেধাজ্ঞার কারণে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার পার্লামেন্টারি এস্টেটের ওয়েস্টমিনস্টার হলে প্রবেশ করতে চীনা প্রতিনিধি দলকে নিষেধ করা হয়েছে।এ ব্যাপারে ব্রিটিশ স্পিকারের কার্যালয় কোনও মন্তব্য করতে রাজি হয়নি। হাউস অফ কমনসের পক্ষ থেকে বলেছে, তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments